Dhaka ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রতারণার মামলায় নারী এনজিও কর্মী আটক

কুড়িগ্রামের রৌমারীতে ফ্রি পণ্য দেওয়ার নামে স্থানীয় দুস্থ ও অসহায় নারী-পুরুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে  রোজিনা খাতুন নামে এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক রোজিনা খাতুন উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
বুধবার ১২ মার্চ সকাল ১১টার দিকে ওই নারী প্রতারক রোজিনা খাতুন (৪২)কে কুড়িগ্রাম আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকা থেকে রোজিনা খাতুনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ‘গ্লোবাল হিউম্যান রাইটস’ নামে এক এনজিও’র পরিচয়ে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের দুস্থ ও অসহায় নারী-পুরুষদের ফ্রি পণ্য দেওয়ার কথা বলে সদস্য ভর্তির নামে প্রতারণা করে ৩ শত টাকা করে আদায় করেন রোজিনা খাতুন।
এ সময় কয়েক জন সদস্য ভর্তির টাকা তোলার বিষয়ে জানার চেষ্টা করলে রোজিনা খাতুন তাদের ওপর উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে এনজিও’র পরিচয়পত্র এবং সদস্য ভর্তির ফি গ্রহণের বিষয়ে কাগজপত্র দেখাতে না পারায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে রোজিনা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আলিম খান জানান, এক নারী প্রতারককে স্থানীয়রা আটক করে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের একটি মোবাইল টিম গিয়ে তাকে আটক করেছে। পরে ভুক্তভোগীদের পক্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে রোজিনা খাতুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের
করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুড়িগ্রামে প্রতারণার মামলায় নারী এনজিও কর্মী আটক

Update Time : ১১:৩৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
কুড়িগ্রামের রৌমারীতে ফ্রি পণ্য দেওয়ার নামে স্থানীয় দুস্থ ও অসহায় নারী-পুরুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে  রোজিনা খাতুন নামে এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক রোজিনা খাতুন উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
বুধবার ১২ মার্চ সকাল ১১টার দিকে ওই নারী প্রতারক রোজিনা খাতুন (৪২)কে কুড়িগ্রাম আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকা থেকে রোজিনা খাতুনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ‘গ্লোবাল হিউম্যান রাইটস’ নামে এক এনজিও’র পরিচয়ে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের দুস্থ ও অসহায় নারী-পুরুষদের ফ্রি পণ্য দেওয়ার কথা বলে সদস্য ভর্তির নামে প্রতারণা করে ৩ শত টাকা করে আদায় করেন রোজিনা খাতুন।
এ সময় কয়েক জন সদস্য ভর্তির টাকা তোলার বিষয়ে জানার চেষ্টা করলে রোজিনা খাতুন তাদের ওপর উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে এনজিও’র পরিচয়পত্র এবং সদস্য ভর্তির ফি গ্রহণের বিষয়ে কাগজপত্র দেখাতে না পারায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে রোজিনা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আলিম খান জানান, এক নারী প্রতারককে স্থানীয়রা আটক করে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের একটি মোবাইল টিম গিয়ে তাকে আটক করেছে। পরে ভুক্তভোগীদের পক্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে রোজিনা খাতুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের
করেন।