যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় জড়িত ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় দেশীয় অস্ত্র, লুন্ঠিত মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে ৩জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে ৯ মার্চ রাতে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলো, সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার ৩নং গলির হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), রায়পুর উত্তরপাড়ার ১নং মিলগেট এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু (৩৫) ও একই এলাকার মানিক মন্ডলের ছেলে আব্দুর রহিম মন্ডল (৩৬)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস,আই নাজমুল হক বুধবার রাতে বলেন, ৯ মার্চ রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ডাকাতরা ঢিল ছুড়ে। চালক মাইক্রোবাস থামালে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৬টি মোবাইল ফোন ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় মামলা হয়। এরপর মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ৪জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি হাসুয়া, ১টি ডেগার, ১টি লোহার রড, লুন্ঠিত ৩টি মোবাইল ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এস,আই নাজমুল আরো বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে ডাকাত রাশেদুল বাদে বাকি ৩জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।