রাজশাহীর গোদাগাড়ীতে সারাদেশের ন্যায় উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস।জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ জেবুন্নেসা সাম্মী । এনআইডি সেবা নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালনা করা হলে অনেক ভোগান্তি কমবে বলে দাবি করে সাধারণ মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা নির্বাচন অফিসার এম তারেক ফয়সাল শুভ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।