Dhaka ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছা পৌরসভার বহুল আলোচিত মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

পাইকগাছা পৌরসভার বহুল আলোচিত মেয়র সেলিম জাহাঙ্গীর একটি মামলায় আপোষের শর্তে জামিন নিয়ে আপোষ না করে ও আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।

মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আক্তার গোলদার এবং অজ্ঞাত নামা গুন্ডা, পান্ডা লোকজন মামলার বাদী মুজিবর রহমানের পৌরসভাধীন সরল বাজারস্থ জমিতে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে সেখানে শেখ রাসেল স্মৃতিসংসদের ঘর নির্মাণ করে, তা-ছাড়া বাদীর নির্মানাধীন স্থাপনার ক্ষতিসাধন করে, তা-ছাড়া বাদীর মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে বাদীকে খুন জখমের ভয়ভীতি দেখান। ঐ ঘটনায় বাদী পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নম্বর সিআর ৮২৬/২৩, আদালত মামলাটি তদন্তে প্রেরণ করেন। তদন্ত শেষে সিআইডি খুলনা মামলার অভিযোগ সত্য মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। অতঃপর আদালত আসামীদের সমন দেন।

সমন পেয়ে মেয়র ও তার সহযোগী বাদীর সাথে আপোষ নিষ্পত্তি করবেন মর্মে ২৪ ডিসেম্বর ২০২৪ জামিন নেন। জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সাথে আপোষ করেনি ও মামলার ধার্য্য তারিখ গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হননি। সে কারণে আদালত মেয়র সেলিম জাহাঙ্গীরের জামিন বাতিল পূর্বক গ্রেফতারি পরোয়ানা জারী করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ্যাড: এফ,এম,এ রাজ্জাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

পাইকগাছা পৌরসভার বহুল আলোচিত মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

Update Time : ১০:৪৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

পাইকগাছা পৌরসভার বহুল আলোচিত মেয়র সেলিম জাহাঙ্গীর একটি মামলায় আপোষের শর্তে জামিন নিয়ে আপোষ না করে ও আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।

মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আক্তার গোলদার এবং অজ্ঞাত নামা গুন্ডা, পান্ডা লোকজন মামলার বাদী মুজিবর রহমানের পৌরসভাধীন সরল বাজারস্থ জমিতে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে সেখানে শেখ রাসেল স্মৃতিসংসদের ঘর নির্মাণ করে, তা-ছাড়া বাদীর নির্মানাধীন স্থাপনার ক্ষতিসাধন করে, তা-ছাড়া বাদীর মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে বাদীকে খুন জখমের ভয়ভীতি দেখান। ঐ ঘটনায় বাদী পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নম্বর সিআর ৮২৬/২৩, আদালত মামলাটি তদন্তে প্রেরণ করেন। তদন্ত শেষে সিআইডি খুলনা মামলার অভিযোগ সত্য মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। অতঃপর আদালত আসামীদের সমন দেন।

সমন পেয়ে মেয়র ও তার সহযোগী বাদীর সাথে আপোষ নিষ্পত্তি করবেন মর্মে ২৪ ডিসেম্বর ২০২৪ জামিন নেন। জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সাথে আপোষ করেনি ও মামলার ধার্য্য তারিখ গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হননি। সে কারণে আদালত মেয়র সেলিম জাহাঙ্গীরের জামিন বাতিল পূর্বক গ্রেফতারি পরোয়ানা জারী করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ্যাড: এফ,এম,এ রাজ্জাক।