সৈয়দপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছেন। এ অভিযানে চারটি লাচ্ছা সেমাই তৈরির কারখানা ও মিষ্টির দোকানে ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুরের সহকারি পরিচালক মমতাজ বেগম, নীলফামারীর সহকারি পরিচালক শামসুল আলম, নীলফামারী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে বাইপাস সড়কে অবস্থিত তাজ চানাচুর ও লাচ্ছা তৈরির উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় মালিক আজহার সুলতানের ৭ হাজার টাকা, একই এলাকার মশাল লাচ্ছা সেমাইয়ের প্যাকেজিং না থাকায় মালিক সাজিদ সুলতানেরর ২০ হাজার টাকা, শহরের নতুন বাবুপাড়ার সোহেল রানা লাচ্ছা কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা তৈরি ও কাগজপত্র দেখাতে না পারায় মালিক শাহনেওয়াজের ২০ হাজার হাজার টাকা, শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থিত আজিম উদ্দিন সুইটমিটের রান্নাঘর টয়লেটের সাথে হওয়ায় ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় মালিক কামরানের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।