জয়পুরহাটে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জয়পুরহাট নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত জয়পুরহাট নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এর আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘স্ট্যান্ড ফর এনআইডি’ এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতিও পালন করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রুহুল আমীন, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন জয়পুরহাট, মোঃ মাসুদুর রহমান প্রমুখ।
এসময় কর্মকর্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে।
তারা আরও বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাই প্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।