Dhaka ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবারের ঈদে প্রেম সাগরে ভাসবেন সাগর দেওয়ান

সাগর দেওয়ান। উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী। গানের প্রথম সুর মায়ের কাছে। এরপর বড় ভাই আরিফ দেওয়ানের সান্নিধ্য। মূলত বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে প্রবেশ। সুর আর গায়কি ঢংয়ে আরিফ দেওয়ানের প্রভাব শৈশব থেকেই।

তার বয়সের যে ফ্রেম, তা ছাপিয়ে গেছেন সুরের ফ্রেমে। গানে গানে ছড়াচ্ছেন জ্যোতি।

এরই ধারাবাহিকতায় সাগর দেওয়ানের কন্ঠে উঠে এলো ‘প্রেম সাগর’ শিরোনামের আরও আধ্যাতিক গান। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন হালের আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী জিসান খান শুভ। এই দুই তরুণ তুর্কির গানে সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আর কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে সাগর দেওয়ার জানালেন,  ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২শ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধ, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে। ‘প্রেম সাগর’ গানটিও এর ব্যতিক্রম নয়। আশা করছি শ্রোতাদের অন্য হৃদয়ের পাঁজর স্পর্শ করবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় , এবারের ঈদুল ফিতরে তাদের ইউটিউব চ্যানলে প্রকাশ পাবে ‘প্রেম সাগর’ গানটির ভিডিও। এর পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্লা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বর্তমান সভ্যতা শুধু বর্জ্য তৈরি করছে: প্রধান উপদেষ্টা

এবারের ঈদে প্রেম সাগরে ভাসবেন সাগর দেওয়ান

Update Time : ০১:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

সাগর দেওয়ান। উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিবার দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী। গানের প্রথম সুর মায়ের কাছে। এরপর বড় ভাই আরিফ দেওয়ানের সান্নিধ্য। মূলত বিখ্যাত বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে প্রবেশ। সুর আর গায়কি ঢংয়ে আরিফ দেওয়ানের প্রভাব শৈশব থেকেই।

তার বয়সের যে ফ্রেম, তা ছাপিয়ে গেছেন সুরের ফ্রেমে। গানে গানে ছড়াচ্ছেন জ্যোতি।

এরই ধারাবাহিকতায় সাগর দেওয়ানের কন্ঠে উঠে এলো ‘প্রেম সাগর’ শিরোনামের আরও আধ্যাতিক গান। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন হালের আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী জিসান খান শুভ। এই দুই তরুণ তুর্কির গানে সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আর কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত।

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গানটি নিয়ে সাগর দেওয়ার জানালেন,  ‘দেওয়ান পরিবারের সন্তান আমি। আমাদের পরিবারে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় ২শ বছর ধরে। সুফিবাদ আর বাউলের যে মেলবন্ধ, তা খুব কাছে থেকে দেখেছি। চেষ্টা করছি এই ধারাতেই নিজেকে রাঙাতে। ‘প্রেম সাগর’ গানটিও এর ব্যতিক্রম নয়। আশা করছি শ্রোতাদের অন্য হৃদয়ের পাঁজর স্পর্শ করবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় , এবারের ঈদুল ফিতরে তাদের ইউটিউব চ্যানলে প্রকাশ পাবে ‘প্রেম সাগর’ গানটির ভিডিও। এর পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্লা।