গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে সিএনজি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় চালক ও নারীসহ তিন যাত্রী নিহত ও অপর এক যাত্রী আহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি কালিয়াকৈর যাচ্ছিল। যাওয়ার পথে যাত্রী বোঝাই ওই সিএনজিটি সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় পৌঁছলে অপর দিকে থেকে আসা শ্রীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সংঘর্ষের ঘটনাস্থলে সিএনজি চালক ও নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই সিএনজিতে থাকা অপর এক যাত্রী। পরে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। তবে তাৎক্ষণিকভাবে এ সংঘর্ষের ঘটনায় আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার তদন্ত ওসি জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। তবে এখনো আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।