কুড়িগ্রামের দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে পাঁচটি বন্দুক সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে (২২ বিজিবি) জেলার ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাংগা বিওপির এলাকার মেইন পিলারের কাছ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
বিজিবি জানায়, অস্ত্র গোলাবারুদ পাচারের গোপন সংবাদে শুক্রবার রাত ১১ টা ৫০ মিনিটের দিকে সদর ও দিয়াডাংগা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহল দল ওই এলাকায় গোপনে অবস্থান নেন। এ সময় কয়েকজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাদের সন্দেহ হয় বিজিবির। পরে টহল দল তাদের আটক করতে গেলে এসব অস্ত্র ও গোলাবারুদ ফেলে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এরপর কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিজিবির টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনা বন্দুক, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি (গোলাবারুদ) উদ্ধার করে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে টহল জোরদার করা হয়েছে।