কক্সবাজার শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাত ৯ টার দিকে উত্তেজিত লোকজন অভিযুক্ত গোলাম মোস্তফার বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এ ঘটনায় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত মুজিবুর স্থানীয় হালিমা পাড়া এলাকার মৃত আবদুর জলিলের পুত্র ও দুই সন্তানের জনক এবং অটোরিকশা চালক।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পাহাড়তলীর একটি ইজিবাইক গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত একটি দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মোঃ হোছনের পুত্র গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে গোলাম মোস্তফা। এতে গুরুতর জখম হলে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান বলেন, ঘাতক ও তার সহযোগিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
শিরোনাম :
কক্সবাজার শহরে যুবককে চুরি-কাঘাতে হত্যা
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০১:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- ৫৩ Time View
Tag :
আলোচিত