Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ইউএনও’র ফেসবুক পেইজ হ্যাক হওয়ায় সংবাদ সম্মেলন

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ UNO Galachipa  (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক হয়েছে। ইউএনও মিজানুর রহমান এ বিষয়টি রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার পর জানতে পারেন। পরে তিনি রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, ‘আজ (রবিবার) রাত সাড়ে নয়টার দিকে আমার অফিসিয়াল ফেসজবুক UNO Galachipa  (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর তারা (হ্যাকাররা) এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি আইনগত ব্যবস্থা হিসেবে থানায় জিডি করেছি।’

এদিকে  UNO Galachipa  (উপজেলা প্রশাসন গলাচিপা) এর ফেসবুক পেইজ হ্যাক করে রবিবার (১৬ মার্চ) রাতে যা লেখা তা হুবহু তুলে ধরা হলো-

‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?

বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তা হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। ডযড় রং ভৎবব ভৎড়স রঃ? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।

মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরী। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে?

সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে।Every dog has its barking day.’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গলাচিপায় ইউএনও’র ফেসবুক পেইজ হ্যাক হওয়ায় সংবাদ সম্মেলন

Update Time : ১০:১৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ UNO Galachipa  (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক হয়েছে। ইউএনও মিজানুর রহমান এ বিষয়টি রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার পর জানতে পারেন। পরে তিনি রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, ‘আজ (রবিবার) রাত সাড়ে নয়টার দিকে আমার অফিসিয়াল ফেসজবুক UNO Galachipa  (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর তারা (হ্যাকাররা) এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি আইনগত ব্যবস্থা হিসেবে থানায় জিডি করেছি।’

এদিকে  UNO Galachipa  (উপজেলা প্রশাসন গলাচিপা) এর ফেসবুক পেইজ হ্যাক করে রবিবার (১৬ মার্চ) রাতে যা লেখা তা হুবহু তুলে ধরা হলো-

‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?

বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তা হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। ডযড় রং ভৎবব ভৎড়স রঃ? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।

মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরী। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে?

সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে।Every dog has its barking day.’