জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ মার্চ ) বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এখন টিভির বগুড়া-ব্যুরো প্রধান মাজেদুর রহমান মাজেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, যমুনা টিভি সিনিয়র স্টাফ রিপোর্টার আবদুল আলিম, বণিক বার্তার জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নুর আলম সিদ্দিক, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল ।
দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ।