Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত না করলে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়বে — তরুণ আলেম প্রজন্ম-২৪

ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর সাম্প্রতিক সহিংস হামলা, বিশেষ করে হোলি উৎসবের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তরুণ আলেম প্রজন্ম-২৪। ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদের ওপর ধারাবাহিক নিপীড়ন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, অন্যায় গ্রেপ্তার, রোজাদারদের হয়রানি এবং হত্যাকাণ্ড গভীর উদ্বেগজনক ও অমানবিক।

বিশ্বসভ্যতার ইতিহাস সাক্ষ্য দেয়— যে সমাজ বা রাষ্ট্র সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন করে, তাদের ওপর নির্যাতন চালায়, তারা কখনো দীর্ঘস্থায়ী হতে পারেনি। ভারত যদি নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হয়, তবে দেশটি ভয়াবহ অভ্যন্তরীণ সংকটের দিকে ধাবিত হবে এবং অখণ্ডতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

আমরা ভারতের কট্টর হিন্দুত্ববাদী শক্তিগুলোর অপতৎপরতার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ এবং ওআইসি-সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

এছাড়া, বাংলাদেশ সরকারকেও কূটনৈতিকভাবে এই ইস্যুতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাই। পৃথিবীর যেকোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘন আমাদের ঈমানি ও মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত।

আমরা ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করছি এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও আত্মমর্যাদা রক্ষার আহ্বান জানাই। জালিম কখনো টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা তাদের পাশে আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ব্রহ্মপুত্র নদে ‌নি‌খোঁজ জে‌লের মর‌দেহ উদ্ধার

সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত না করলে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়বে — তরুণ আলেম প্রজন্ম-২৪

Update Time : ০৪:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর সাম্প্রতিক সহিংস হামলা, বিশেষ করে হোলি উৎসবের সময় সংগঠিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তরুণ আলেম প্রজন্ম-২৪। ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদের ওপর ধারাবাহিক নিপীড়ন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, অন্যায় গ্রেপ্তার, রোজাদারদের হয়রানি এবং হত্যাকাণ্ড গভীর উদ্বেগজনক ও অমানবিক।

বিশ্বসভ্যতার ইতিহাস সাক্ষ্য দেয়— যে সমাজ বা রাষ্ট্র সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন করে, তাদের ওপর নির্যাতন চালায়, তারা কখনো দীর্ঘস্থায়ী হতে পারেনি। ভারত যদি নিজ দেশের সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হয়, তবে দেশটি ভয়াবহ অভ্যন্তরীণ সংকটের দিকে ধাবিত হবে এবং অখণ্ডতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

আমরা ভারতের কট্টর হিন্দুত্ববাদী শক্তিগুলোর অপতৎপরতার বিরুদ্ধে বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ এবং ওআইসি-সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

এছাড়া, বাংলাদেশ সরকারকেও কূটনৈতিকভাবে এই ইস্যুতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাই। পৃথিবীর যেকোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘন আমাদের ঈমানি ও মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত।

আমরা ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করছি এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও আত্মমর্যাদা রক্ষার আহ্বান জানাই। জালিম কখনো টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা তাদের পাশে আছি।