Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে টমটম চালককে কুপিয়ে হত্যা, আটক-৪

কক্সবাজারে পূর্ব বিরোধের জেরে মুজিবুর রহমান (৩৭) নামে এক টমটম চালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন সহোদরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালিমা পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে।স্থানীয়রা জানান, কিছুদিন আগে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি কিস্তিতে একটি ইজিবাইক কেনেন।

যা পরে চুরি হয়ে যায়। পরে মুজিবুর রহমান পাঁচ হাজার টাকার বিনিময়ে সেটি চোর চক্রের কাছ থেকে উদ্ধার করে আনোয়ারের কাছে হস্তান্তর করেন। তবে আনোয়ার প্রতিশ্রুত টাকা পরিশোধ করেননি। মুজিব টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলী নতুন বাজার এলাকার ইয়াসিন আরাফাতের টমটম গ্যারেজে মুজিবুর রহমান অবস্থান করছিলেন।

এ সময় আনোয়ার হোসেন ও তার দুই ভাই মোস্তফা শাওন ও ইমরানসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুজিব এক চালকের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তিন-চারজন যুবক এসে তাকে মারধর শুরু করে। তাদের হাতে ছুরি ও আগ্নেয়াস্ত্র দেখা যায়। মুজিবকে গ্যারেজের বাইরে টেনে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।দেলোয়ার নামের এক অটোচালক জানান, কিছু বুঝে ওঠার আগেই তারা মুজিবকে মারতে শুরু করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।সেলিম নামে আরেকজন বলেন, হামলাকারীদের হাতে গুলি দেখেছি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুজিবকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে গত সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম বলেন, হত্যার পরপরই আমরা জড়িতদের শনাক্ত করে অভিযান চালাই। আট ঘণ্টার মধ্যে মূলহোতা মোস্তফা শাওনসহ চারজনকে গ্রেফতার করা হয়।তারা হলেন, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রকাশ শাওন (২২), আনোয়ার হোসেন (৩৩), ইমরান হোসেন (১৯) ও মো. করিম (২৮)।র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কক্সবাজারে টমটম চালককে কুপিয়ে হত্যা, আটক-৪

Update Time : ০২:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

কক্সবাজারে পূর্ব বিরোধের জেরে মুজিবুর রহমান (৩৭) নামে এক টমটম চালককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন সহোদরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালিমা পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে।স্থানীয়রা জানান, কিছুদিন আগে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি কিস্তিতে একটি ইজিবাইক কেনেন।

যা পরে চুরি হয়ে যায়। পরে মুজিবুর রহমান পাঁচ হাজার টাকার বিনিময়ে সেটি চোর চক্রের কাছ থেকে উদ্ধার করে আনোয়ারের কাছে হস্তান্তর করেন। তবে আনোয়ার প্রতিশ্রুত টাকা পরিশোধ করেননি। মুজিব টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলী নতুন বাজার এলাকার ইয়াসিন আরাফাতের টমটম গ্যারেজে মুজিবুর রহমান অবস্থান করছিলেন।

এ সময় আনোয়ার হোসেন ও তার দুই ভাই মোস্তফা শাওন ও ইমরানসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুজিব এক চালকের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তিন-চারজন যুবক এসে তাকে মারধর শুরু করে। তাদের হাতে ছুরি ও আগ্নেয়াস্ত্র দেখা যায়। মুজিবকে গ্যারেজের বাইরে টেনে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।দেলোয়ার নামের এক অটোচালক জানান, কিছু বুঝে ওঠার আগেই তারা মুজিবকে মারতে শুরু করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান।সেলিম নামে আরেকজন বলেন, হামলাকারীদের হাতে গুলি দেখেছি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুজিবকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে গত সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম বলেন, হত্যার পরপরই আমরা জড়িতদের শনাক্ত করে অভিযান চালাই। আট ঘণ্টার মধ্যে মূলহোতা মোস্তফা শাওনসহ চারজনকে গ্রেফতার করা হয়।তারা হলেন, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রকাশ শাওন (২২), আনোয়ার হোসেন (৩৩), ইমরান হোসেন (১৯) ও মো. করিম (২৮)।র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।