মাগুরা পৌরসভার কাশিনাথপুর গ্রামের মৃত আহমেদ মোল্লার ছোট ছেলে সাহেব আলী মোল্লাকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুই দূবৃত্ত।
সোমবার ১৭ মার্চ বিকাল ৫ টার সময় ইটখোলা বাজারের কাচাবাজারের মধ্যে থেকে বাপ্পি মোল্লা ও মাহফুজ মোল্লা চাপাতি দিয়ে পিছন থেকে সাবেক জেলা যুবদলের সদস্য মোঃ সাহেব আলীকে মাথায় ও হাতে কুপিয়ে জখম করে। এসময় আহত সাহেব আলীকে স্থানীয় বাজারের লোকজন উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
আহত সাহেব আলী মোল্লা জানান, ২-৩ দিন পূর্বে কাশিনাথপুর গ্রামের সাইনবোর্ডে কেরামবোর্ড খেলা নিয়ে মৃত আব্দুল মজিদ মোল্লার ছোট ছেলে শিমুল মোল্লার সাথে আবালপুর গ্রামের রাশেদ মোল্লার পুত্র বাপ্পি মোল্লা (৩৫) ও কাশিনাথপুর গ্রামের হাফিজার মুন্সির পুত্র মাহফুজ মোল্লার (৩৬) সাথে সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ভাবে মাতব্বর মোঃ সুলতান মোল্লা, সাদ্দাম মোল্লা, লেবু মোল্লা ও আহতের মিমাংসা হয়। সে জানায়, মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান ঢাকা থেকে এসে এর সুষ্ঠু বিচার করবেন।
কিন্তু কাশিনাথপুর গ্রামের মৃত আব্দুল হালিম মোল্লার পুত্র জাহিদ মোল্লার হুকুমে বাপ্পি ও মাহফুজ তাকে নির্মম ভাবে চাপাতি দিয়ে কুপিয়ে মাথার ডান পাশে ও বাম হাতের রগ কেটে দিয়েছে।
সাহেব আলী মোল্লা ক্রন্দনরত অবস্থায় আইনের মাধ্যমে অপরাধীদের শাস্তি ও বিচার দাবি করেন।
ঘটনা অবহিত হয়ে মাগুরা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান আহত সাহেব আলী মোল্লাকে হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের বলেন, দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দানের মাধ্যমে উচিত বিচার করবেন।
এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।