আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা বুধবার ১৯ মার্চ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ মাগুরা জেলা কার্যালয় আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আ স ম মুক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, রামনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক আব্দুল কাদের, উপ পরিচালক সমাজসবা অধিদপ্তর, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান,উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর, মোঃ জাকির হোসেন মোঃ জাকির হোসেন, বিআরটিএ, র সহকারি পরিচালক ইন্জিঃ মতো: মইনুল ইসলামসহ জেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, খুশীর ঈদ কারো বিষাদে পরিনত হোক তা কারো কাছে কাম্য নেয়।
জেলার মানুষকে সুন্দর ভাবে ঈদ উদযাপনের জন্য জেলাবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি কিশোর, যুবকসহ সকলকে যানবাহন চালাতে সচেতনতা অবলম্বন করার আহবান জানিয়ে সড়কের পাশে দোকান পাট না বসানোর অনুরোধ জানান। তিনি ঈদকে সামনে রেখে বাস ভাড়া বৃদ্ধি না করার পতি গুরুত্ব আরোপ করে, রাস্তার পাশে যান চলাচলে বিঘ্ন ঘটায় এমন কেন কিছু করা যাবেনা। মাগুরার জনগনের চলাচলে ট্রাফিক পুলিশ দ্বায়িত্ব পালন করবে। তাদের দ্বায়িত্ব পালনে জনগনকে সহযোগিতা করার আহবান জানান।