রাজশাহী জেলা কমিটিকে অবজ্ঞা বা তাদের নির্দেশনা অমান্য করে একের পর এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেই চলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মেজর জেনারেল (অব)শরিফ উদ্দিন। বৃহস্পতিবার তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মাদারিপুর বাজারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে শরিফ উদ্দিনের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়।
সেই সাথে জেলা ও উপজেলার সিনিয়র নেতারা চরম বিব্রত। ফলে মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন সহ উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান ও আয়োজক কমিটির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি উঠেছে। এর আগে গত শনিবার মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মুন্ডুমালা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। সেই ইফতারে তীব্র প্রতিবাদ করেছিলেন পৌর সদস্য সচিব আতাউর রহমান।
অথচ আরেক মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের গত শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবার দিন ছিল। কলমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দরগাডাঙ্গা স্কুল মাঠে অনুষ্ঠিত হত ইফতার ও দোয়া মাহফিল। কিন্তু জেলা কমিটির নির্দেশনা থাকার কারনে সেই ইফতার বন্ধ করে দেন। এতে করে সিনিয়র নেতা থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের প্রসংশায় ভাসছেন তিনি।
জানা গেছে, কামারগাঁ ইউনিয়ন ইউপি বিএনপি দুভাগে বিভক্ত। রয়েছে পাল্টাপাল্টি কমিটি। একাংশের সভাপতি সিনিয়র নেতা খলিলুর রহমান খলিল ও সম্পাদক ডায়মন্ড। আরেক অংশের সভাপতি চাপড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদ ও সম্পাদক হাতিশাইল স্কুলের শিক্ষক মোজাম্মেল হক। দীর্ঘ দিন ধরে একমিটি বহাল রয়েছে।
একাংশের সভাপতি খলিলুর রহমান খলিলের কাছে জানতে চাওয়া হয় জেলা কমিটির নির্দেশনা আছে ইফতার করা যাবে না। তিনি জানান, আমি তো এবিষয়ে কিছুই জানিনা। প্রভাষক জাহিদ কে বলতে হবে।
আরেকাংশের সভাপতি প্রভাষক জাহিদ জানান, মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিনের নির্দেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। যা বলার তাকে বলতে হবে বলে দাম্ভিকতা দেখান তিনি।
উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান জানান, জেলা কমিটির সাথে বসে ইফতার না বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। জেলা আহবায়ক বলেছেন ইফতার মাহফিল সাময়িক বন্ধ করতে বলা হয়েছে প্রশ্ন করা হলে উত্তরে বলেন কে কখন কি বলছে আমার জানার বিষয় না।
জেলা আহবায়ক আবু সাঈদ চাঁদের সাথে মোবাইলে যোগাযোগ করে বিষয় টি সম্পর্কে অবহিত করা হলে তিনি জানান, ইফতার মাহফিল সাময়িক ভাবে বন্ধ করতে বলা হয়েছে। তারপরও মুন্ডুমালায় ইফতার করেছে এবং বৃহস্পতিবার কামারগাঁ ইউপির মাদারিপুর বাজারে ইফতার হবে শুনেছি। এসব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা না মানার কারনে দুজনকে বহিষ্কার করা হয়েছে। হয়তো বা তাদেরও বহিষ্কারের ইচ্ছা হচ্ছে। এক প্রশ্নের জবাবে আহবায়ক কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, সাংগঠনিক কাঠামো যারা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, কোন ছাড় দেয়া হবে না। তানোরের নেতারা জেলাকে মানছেনা তারাও অল্প সময়ের মধ্যে বুঝে যাবে।
প্রসঙ্গত, গত ১১ মার্চ মঙ্গলবার পাঁচন্দর ইউনিয়ন ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলের প্রধান অতিথি মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন কে বরণ করা নিয়ে সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন ও ইউপি সভাপতি প্রভাষক মজিবুর রহমান গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে মারাত্মক আহত হন মমিনের ভাই বিএনপি কর্মী গানিউল। তাকে ওই দিন রামেক হাসপাতালে আইসিইউতে নেয়া হলে চিকিৎসা ধীন অবস্থায় বুধবার বিকেল তিনটার দিকে মারা যান। পরদিন বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি ইউপির মোহনপুরে জানাযায় অংশ নিতে আসেন জেলা আহবায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
জানাযার আগে উপজেলার আহবায়ক সহ সিনিয়র নেতাদের দলীয় ভাবে ইফতার বন্ধের নির্দেশ দেন। গানিউলের মৃত্যুর ঘটনায় সাবেক মেয়র মিজানুর রহমান মিজানকে প্রধান ও প্রভাষক মজিবুর কে দুই নম্বর আসামী কর ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনের নামে থানায় মমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এক, দুইসহ ছয়জন আসামীর ফাঁসি দাবি করে গলায় দড়ি ঝুলিয়ে পোস্টার সাটানো হয়েছে জেলা জুড়ে । সেই পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং এক নম্বর আসামী মিজানের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে উপজেলা জুড়ে পোস্টার লাগানো হয়েছে। দলের প্রকট দ্বন্দ্ব না মিটিয়ে নির্দেশনা অমান্য করে ইফতার নিয়ে ব্যস্ত জেনারেল। বেগম জিয়া যখন লন্ডনে চিকিৎসা ধীন তখন জেনারেল গান বাজনা নিয়ে মরিয়া ও নিজের সহধর্মিণীও মঞ্চে গান পরিবেশন করেছেন।