কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক হয়েছে। কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।আটকরা হলেন সালেহ বাহিনীর প্রধান সালেহ (২৮) এবং তার সহযোগী আনোয়ার প্রকাশ সাদেক (২৩)। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উনচিপ্রাং এলাকায় অভিযান চালানো হয়। এসময় সালেহ বাহিনীর প্রধান সালেহ এবং তার সহযোগী আনোয়ার প্রকাশ সাদেককে তাদের বাড়ি থেকে আটক করা হয়।পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
শিরোনাম :
টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা ডাকাত গ্রেফতার
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- জন দেখেছেন : ১২:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- ৫৫১৮ Time View
Tag :
আলোচিত