Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদে।

সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ২টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র-জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাবির পাশাপাশি সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

মোড়লগঞ্জের তেঁতুল বাড়িয়া মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

Update Time : ১১:০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদে।

সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ২টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়।

রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র-জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার (২১ মার্চ) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাবির পাশাপাশি সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহ্বান জানান তারা।