গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার রাতে ডাকাত দলের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এসময় অপর একজন আহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে সজীব ও রয়েল হাসান নামে দুই যুবক মোটরসাইকেল যোগে উপজেলার গাবচালা থেকে পাশ্ববর্তী হাটুরিয়াচালা এলাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে বড়ইবাড়ি-জামালপুর আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা এলাকার একটি নির্জন স্থানে পৌঁছলে তাদের গতিরোধ করে ৭/৮ জনের একদল ডাকাত। এ সময় ডাকাত সদস্যরা ওই দুই যুবকের টাকা-পয়সা লুট করার চেষ্টা করে। এতে ওই দুই যুবক ডাকাত সদস্যদের বাধা দেন। এসময় ডাকাত সদস্যরা সজীবকে ধারালা অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে । তার সাথে থাকা অপর যুবক রয়েল কৌশলে দৌড়ে পাশের একটি বাড়ীতে ঢুকে ডাকাত ডাকাত বলে ডাকচিৎকার করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে ডাকাত দলের দুই সদস্যকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে এলাকাবাসী আহত ওই দুই ডাকাত সদস্যকে পুলিশে সোপর্দ করে। এসমন আহত ওই দুই যুবককে উদ্ধার করে সফিপুর মর্ডান হাসাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। অপর আহত রয়েলকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও অজ্ঞান অবস্থায় আহত ডাকাত দলের দুই সদস্যকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। তাৎক্ষণিকভাবে ডাকাত দলের আহত দুই সদস্যের পরিচয় পাওয়া যায়নি।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সেলিম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যক আটক করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।