গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার সন্ধ্যায় কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার মাকিষবাথান এলাকায় হাইটেক মডেল
টাউন সিটিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি সামছুল আলম সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার সাবেক সফল মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মজিবুর রহমান। এসময় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও
ইফতার মাহফিল করা হয়েছে। এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- গাজীপুর জেলা জাসাসের আহবায়ক এম এরশাদ হোসেন ফকির এরশাদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেলি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জসিম দেওয়ান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর-রশিদ, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন খাঁন, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূইয়া, কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জয়সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।