ফিলিস্তিনের গাঁজায় মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতা- কর্মীরা। শুক্রবার (২১ মার্চ) জুময়ার নামাজ শেষে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে ইসলামী দলগুলো। জানা গেছে, ফিলিস্তিনের গাঁজায় নতুন করে আবার হামলা শুরু করেছে ইসরায়েল। গত কয়েকদিনে প্রায় ২শতাধিক শিশুসহ অসংখ্য নারী-পুরুষ নিহত হয়েছে। গাঁজায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে ধ্বংসস্তুপে পরিনত করেছে ইসরায়েল। বাস্তুহারা হচ্ছে লাখো লাখে ফিলিস্তিনি পরিবার।
তারা হারাচ্ছে বাবা-মা, সন্তান, আত্মীয়-স্বজন। এমনকি নিজেদের ভিটে- মাটি হারিয়ে তারা উদ্ভাস্তু জীবন-যাপন করছে। এই নিষ্ঠুর ও গণহত্যার প্রতিবাদে ভোলয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা। এ সময় সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরাও এই মিছিলে অংশগ্রহণ করে। এ সময় তারা ইসরায়েল বিরোধী এবং গাঁজার মুসলমানদের মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভ মিছিলগুলো শহরের হাটখোলা জামে মসজিদ, মহাজনপট্টি বড় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশ পূর্বে হাটখোলা জামে মসজিদের সামনে সদর উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, হেফাজতে ইসলামের উপদেষ্টা মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, হেফাজতে ইসলামের সদর উপজেলা সহ- সভাপতি মাওলানা আমিনুল হক নোমানী, জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মুফতি কবির আহমেদ, প্রচার সম্পাদক মুফতি তরিকুল ইসলাম, সদর উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক জিয়াউর রহমান।
অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলার উত্তরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের চত্বর থেকে আরম্ভ হয়ে বাংলাস্কুল মোড় দিয়ে নতুন বাজারে দিয়ে শেষ হয়। ভোলা সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিবুল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, দাওয়া সম্পাদক হোসাইন আহমাদ শাহীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ এমদাদুল্লাহ সালেহী প্রমূখ। শুধু ভোলা জেলা শহরে নয় গাঁজার গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ভোলার দৌলতখান, বোরহানউদ্দিনসহ অন্যান্য সকল উপজেলায় গুলোতেও।