Dhaka ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বৈদ্যুতিক আগুন, বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর

লন্ডনে হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরটি বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আগুনের ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শতাধিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাবস্টেশন থেকে বিশাল অগ্নিকাণ্ড এবং ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা গেছে। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে যে হেইস, হিথ্রো, হিলিংডন, সাউথহল এবং ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে প্রায় ২০০টি কল পেয়েছেন তারা।

স্কটিশ এবং সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস এক্সে একটি পোস্টে বলেছে, এই ঘটনায় বিদ্যুৎ বিভ্রাটে ১৬ হাজার ৩০০টিরও বেশি বাড়িকে প্রভাবিত করেছে। সাবস্টেশনটি থেকে বিমানবন্দরটিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

বিশ্বব্যাপী ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার টুয়েন্টিফোর থেকে বলা হয়েছে, হঠাৎ করে হিথ্রো বন্ধ হয়ে যাওয়ায় এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে। এরমধ্যেই ১২০টি মতো ফ্লাইট বিমানবন্দর বন্ধের কারণে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র ইয়ান পেটচেনিক বলেন,হিথ্রো হলো বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র। বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে এয়ারলাইনসের কার্যক্রমকে ব্যাহত করবে।

এদিকে, লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে তাদের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। এ অবস্থায় ধোঁয়ার কারণে দরজা-জানালা বন্ধ করে রাখতে বলা হয়েছে এবং এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

হিথ্রো হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুই-রানওয়ে বিমানবন্দরগুলোর মধ্যে একটি। ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, দিনে প্রায় ১৩০০টি কম্বাইন্ড টেক-অফ এবং অবতরণ হয় বিমানবন্দরটিতে। সূত্র: দ্যা গার্ডিয়ান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত গ্রেপ্তার

বৈদ্যুতিক আগুন, বন্ধ লন্ডনের হিথ্রো বিমানবন্দর

Update Time : ১১:৫২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

লন্ডনে হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরটি বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আগুনের ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শতাধিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাবস্টেশন থেকে বিশাল অগ্নিকাণ্ড এবং ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা গেছে। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে যে হেইস, হিথ্রো, হিলিংডন, সাউথহল এবং ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে প্রায় ২০০টি কল পেয়েছেন তারা।

স্কটিশ এবং সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস এক্সে একটি পোস্টে বলেছে, এই ঘটনায় বিদ্যুৎ বিভ্রাটে ১৬ হাজার ৩০০টিরও বেশি বাড়িকে প্রভাবিত করেছে। সাবস্টেশনটি থেকে বিমানবন্দরটিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

বিশ্বব্যাপী ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার টুয়েন্টিফোর থেকে বলা হয়েছে, হঠাৎ করে হিথ্রো বন্ধ হয়ে যাওয়ায় এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হতে পারে। এরমধ্যেই ১২০টি মতো ফ্লাইট বিমানবন্দর বন্ধের কারণে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র ইয়ান পেটচেনিক বলেন,হিথ্রো হলো বিশ্বের অন্যতম প্রধান কেন্দ্র। বর্তমান পরিস্থিতি বিশ্বজুড়ে এয়ারলাইনসের কার্যক্রমকে ব্যাহত করবে।

এদিকে, লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে তাদের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। এ অবস্থায় ধোঁয়ার কারণে দরজা-জানালা বন্ধ করে রাখতে বলা হয়েছে এবং এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

হিথ্রো হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম দুই-রানওয়ে বিমানবন্দরগুলোর মধ্যে একটি। ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, দিনে প্রায় ১৩০০টি কম্বাইন্ড টেক-অফ এবং অবতরণ হয় বিমানবন্দরটিতে। সূত্র: দ্যা গার্ডিয়ান