খুলনা মহানগরীর গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেড বাসায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কেএমপির ডেপুটি কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, ঈদুল ফিতর উৎসব ও নিরাপদ পরিবেশে উৎযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অস্ত্রধারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে জন্য পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেডের বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসান হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড তাজা পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সম্প্রতিক সময়ে কোন অপরাধ সংগঠিত হয়েছে কি না তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে বলে তিনি জানান।