Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম থেকে ৪০০ মিটার সাতাঁর কেটে আসা রফিকুলকে স্বাগত জানালেন চাঁদপুরের ম্যাজিস্ট্রেট মুনতাসির

কুড়িগ্রামের সীমান্তবতী  ঝুনকারচর থেকে শুরু হওয়া বঙ্গোপসাগর অতিক্রম হওয়ার লক্ষ্য নিয়ে সাঁতার কাটার ১৯ তম দিনে চাঁদপুর মোলহেডে এসে  পৌঁছলেন সিরাজগঞ্জের বেলকুচি এলাকার রফিকুল ইসলাম।  তিনি বাংলাদেশে প্রথম  নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের স্বামী।

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে ২২ শে মার্চ ২০২৫ শনিবার বিকেলে সাঁতারু রফিকুল ইসলাম সাঁতার কেটে  পৌছলে তাকে স্বাগত জানান চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ ও বিশ্ব ভ্রমণকারী তানভীর অপুসহ অন্যান্যরা।

সাঁতারু রফিকুল ইসলামের সাথে আলাপকালে তিনি জানান অভিযাত্রী  সংগঠনের পক্ষ  থেকে কাজ করা হয় এডভেঞ্চার ও রোমাঞ্চকর বিষয়ে। “শোক থেকে শক্তি “স্বাধীনতা দিবসের এ অর্জনের শক্তি হিসেবে  ২১ শে ফেব্রুয়ারি ভোরবেলা বঙ্গোপসাগর পর্যন্ত  ৫৫০  কিলোমিটার পথ সাতরিয়ে  অতিক্রম করবেন বলে সাতার শুরু করেন।

শনিবার তার ১ মাস ১ দিন হয়েছে। শনিবার শরীয়তপুরের সুরেশ্বর চরআত্রা এলাকা থেকে সকাল সাতটায় রওনা করে বিকেল সাড়ে চারটায় চাঁদপুর মোলহেডে এসে পৌছেন। এ সময় তিনি ২২ কিলোমিটার নদী পথ সাঁতরে আসেন।২১ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২২ মার্চ শনিবার দিন পর্যন্ত তিনি ৪০০ কিলোমিটার   নদীতে সাঁতর কেটেছেন।  এরমধ্যে কুড়িগ্রামের চিলমারী, যমুনা সেতু সহ অনেক নদী পথ পাড়ি দিয়েছেন।

রফিকুল ইসলাম আজ  রোববার ভোরে চাঁদপুর থেকে রওনা করবেন ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। তার সাথে রয়েছেন তার স্ত্রী নিশাত মজুমদার, সহযাত্রী ফারুকসহ গ্রেট ডেলটা (কুড়িগ্রাম থেকে শুরু হয়ে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে বঙ্গোপসাগর)  অভিযাত্রী সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

রফিকুল ইসলাম এ প্রতিবেদককে আরো বলেন,  নদীমাতৃক আমাদের এই দেশ। এদেশে অনেক বড় বড় নদী রয়েছে। সাঁতার কাটতে কাটতে চিনা যায় নদীর পারের মানুষদেরকে। আমি যেন আমার লক্ষ্য মত পৌছতে পারি  এ জন্য সকলের দোয়া কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কুড়িগ্রাম থেকে ৪০০ মিটার সাতাঁর কেটে আসা রফিকুলকে স্বাগত জানালেন চাঁদপুরের ম্যাজিস্ট্রেট মুনতাসির

Update Time : ১০:৫২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

কুড়িগ্রামের সীমান্তবতী  ঝুনকারচর থেকে শুরু হওয়া বঙ্গোপসাগর অতিক্রম হওয়ার লক্ষ্য নিয়ে সাঁতার কাটার ১৯ তম দিনে চাঁদপুর মোলহেডে এসে  পৌঁছলেন সিরাজগঞ্জের বেলকুচি এলাকার রফিকুল ইসলাম।  তিনি বাংলাদেশে প্রথম  নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের স্বামী।

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে ২২ শে মার্চ ২০২৫ শনিবার বিকেলে সাঁতারু রফিকুল ইসলাম সাঁতার কেটে  পৌছলে তাকে স্বাগত জানান চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ ও বিশ্ব ভ্রমণকারী তানভীর অপুসহ অন্যান্যরা।

সাঁতারু রফিকুল ইসলামের সাথে আলাপকালে তিনি জানান অভিযাত্রী  সংগঠনের পক্ষ  থেকে কাজ করা হয় এডভেঞ্চার ও রোমাঞ্চকর বিষয়ে। “শোক থেকে শক্তি “স্বাধীনতা দিবসের এ অর্জনের শক্তি হিসেবে  ২১ শে ফেব্রুয়ারি ভোরবেলা বঙ্গোপসাগর পর্যন্ত  ৫৫০  কিলোমিটার পথ সাতরিয়ে  অতিক্রম করবেন বলে সাতার শুরু করেন।

শনিবার তার ১ মাস ১ দিন হয়েছে। শনিবার শরীয়তপুরের সুরেশ্বর চরআত্রা এলাকা থেকে সকাল সাতটায় রওনা করে বিকেল সাড়ে চারটায় চাঁদপুর মোলহেডে এসে পৌছেন। এ সময় তিনি ২২ কিলোমিটার নদী পথ সাঁতরে আসেন।২১ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ২২ মার্চ শনিবার দিন পর্যন্ত তিনি ৪০০ কিলোমিটার   নদীতে সাঁতর কেটেছেন।  এরমধ্যে কুড়িগ্রামের চিলমারী, যমুনা সেতু সহ অনেক নদী পথ পাড়ি দিয়েছেন।

রফিকুল ইসলাম আজ  রোববার ভোরে চাঁদপুর থেকে রওনা করবেন ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে। তার সাথে রয়েছেন তার স্ত্রী নিশাত মজুমদার, সহযাত্রী ফারুকসহ গ্রেট ডেলটা (কুড়িগ্রাম থেকে শুরু হয়ে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে বঙ্গোপসাগর)  অভিযাত্রী সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

রফিকুল ইসলাম এ প্রতিবেদককে আরো বলেন,  নদীমাতৃক আমাদের এই দেশ। এদেশে অনেক বড় বড় নদী রয়েছে। সাঁতার কাটতে কাটতে চিনা যায় নদীর পারের মানুষদেরকে। আমি যেন আমার লক্ষ্য মত পৌছতে পারি  এ জন্য সকলের দোয়া কামনা করছি।