চাঁদপুর শহরের রেলওয়ে আক্কাছ আলী স্কুলের পদ্মা অয়েল কোম্পানী (পদ্মা ডিপোর) বিকল্প সড়কে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে চাঁদপুর ডিবি পুলিশ।
জানা যায় শনিবার (২২ মার্চ ‘২৫ইং) দিবাগত রাত ১০ টায় চাঁদপুরের ডিবি পুলিশ শহরে টহলরত অবস্থায় গোপনের সংবাদ পেয়ে চাঁদপুর শহরের রেলওয়ে আক্কাস আলী রেলওয়ে স্কুলের পাশে পদ্মা ডিপো বিকল্প সড়কে আসে।
ওই সময় ডিবি পুলিশ রেলওয়ের জমিতে কাটুনের একটি ব্যাগ সহ পড়ে থাকতে দেখে। এই খবর পেয়ে ডিবি পুলিশের টহলরত টিমের এস আই মাজহারুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগ উদ্ধার করে।
এ সময় ব্যাগে থাকা থেকে কাগজের কাটুন খুলে ২টি দেশীয় পাইপ গান, ১৪/ ১২ ইঞ্চি লম্বা অস্ত্র সহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে। উক্ত গুলির মধ্যে ১০ রাউন্ড সীসা কার্টুজ ও ৪ রাউন্ড রাবার বুলেট ছিলো।
এ বিষয়ে ডিবি পুলিশের এসআই মাজারুল হক বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে উক্ত বিষয়টি জেনে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান পুলিশ সুপার মহোদয় এবং সেনা বাহিনীকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি চৌকস টিম এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ও একটি টিম সহ আমরা ঘটনাস্থলে এসে এগুলো উদ্ধার কর হয়।