টাঙ্গাইলের মির্জাপুরে গরু ব্যবসায়ীদের ৮০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। ২২ মার্চ (শনিবার) সন্ধায় গোড়াই-সখীপুর সড়কে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেটের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারুল ইসলাম, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।
জানা গেছে, টাঙ্গাইলের মির্জাপুরের কাইতলা গরুর হাটে ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধায় প্রাইভেট কারে হাট থেকে রাজশাহী ফিরছিলেন। প্রাইভেট কারটি ইফতারের সময় হোসেন মার্কেটের কাছাকাছি এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে এসে ডাকাত দল ব্যবসায়ীদের প্রাইভেট কারের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এরপর প্রাইভেট কারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের সঙ্গে থাকা ৮০ লাখ টাকাভর্তি দু’টি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত খাটিয়ারহাট সড়ক দিয়ে তারা পালিয়ে যায়। ।খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর উপজেলার ইউএনও এ বি এম আরিফুল ইসলাম, এসিল্যান্ড মাসুদুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান। তাঁরা এ ব্যাপারে গরু ব্যবসায়ী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।
গরু ব্যবসায়ী পিয়ারুল ইসলাম বলেন, ‘ডাকাতরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের গরু বিক্রির ৮০ লাখ টাকাভর্তি দু’টি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, ইতিমধ্যে আমাদের পুলিশের একাধিক টিম অপরাধীদের ধরতে কাজ শুরু করে দিয়েছে।
অন্য আরেক ঘটনায় একই উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে হানিফ মিয়া নামে এক বাউল শিল্পীর বাড়ির সামনে থেকে দু’টি ছাগল খাসি চুরি হয়েছে বলে জানা গেছে।