আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র সমাজ।
সোমবার (২৪শে) মার্চ দুপুরে ছাত্র সমাজের ব্যানারে আছিয়া ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে সমবেত হয় শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে সমবেত হয়। সেখানে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে বিক্ষোভকারীরা। এরপর আদালতের ভেতরে প্রবেশ করে বিচারকদের সাথে কথা বলার উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে আইনজীবী সুলতানা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করে বলেন, হাইকোর্টের বেঁধে দেওয়া ছয় মাসের মধ্যে আছিয়ার ধর্ষণ মামলার বিচার কাজ সম্পন্ন হবে। এই মামলা আরো দ্রুত ত্বরান্বিত করতে হলে ময়নাতদন্তে রিপোর্ট এবং ডিএনএ রিপোর্ট এসে পৌঁছাতে হবে বিচারকদের হাতে। এ সময় আইনজীবী ও শিক্ষার্থীদের মাঝে কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়ে কোর্ট প্রাঙ্গণ থেকে বের হয়ে বক্তারা বিভিন্ন বক্তব্য দিতে থাকেন।