Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উলিপুরে ধানের ক্ষেতে বাংলাদেশের মানচিত্র

কুড়িগ্রামের উলিপুরেধানের সবুজ পাতায় আবৃত ফসলি জমিতে বেগুনি ধানের চারা দিয়ে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তোলায় প্রশংসায় ভাসছেন এক শিক্ষক। রাস্তা থেকে ওইফসলের ক্ষেতে তাকালেই মনে হয় যেনো এক টুকরো বাংলাদেশ। দেশপ্রেম থেকেই উলিপুর পৌরসভার বাকরের হাট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর সাদিক (৩৫) তার রোপন করা বোরো ধানের ক্ষেতে মনমুগ্ধকর এ মানচিত্রের দৃশ্য ফুটিয়ে তুলেছেন।

কৃষি বিভাগের তথ্য মতে, বেগুনি রঙের ধান সৌন্দর্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ একটি জাত। এ ধানের নাম মূলত পার্পল রাইস বা বেগুনি ধান নামে পরিচিত। এ “পার্পল রাইস” ধান গাছের পাতা ও কান্ডের রঙ বেগুনি রং এর হয়। তাই কৃষকদের কাছে এ জাতটি বেগুনি ধান নামে পরিচিত।

সরেজমিনে দেখা যায়, পূর্ব নাওডাঙ্গা এলাকায় অবস্থিতউলিপুর পৌরসভার ডাম্পিং ষ্টেশনের পাশে ঐ শিক্ষকের সীডের প্রজেক্ট। সেখানে ব্রি-১০৮ জাতের ধান ৩০ শতক জমিতে রোপন করে তিনি এ দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। এ দৃষ্টিনন্দন মানচিত্রটি রাস্তার সাথে হওয়ায় এবং জনমূখে শুনে প্রতিদিন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা এখানে এসে ভীড় জমাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আবু জাফর সাদিক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। চাকুরির পাশাপাশি কৃষিতে অবদান রাখতে নিয়মিত কৃষি কাজে সময় দেন তিনি। গত বছর ধানের ক্ষেতে জাতীয় পতাকা দৃশ্যায়ন করে জেলাজুড়ে আলোড়ন তুলেছিলেন। এ বছরেও তিনি ধানের ক্ষেতে বেগুনি ধানের চারা রোপন করে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলে প্রশংসায় ভাসছেন।

আবু জাফর সাদিক এ প্রতিনিধিকে জানান, শিক্ষকতার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে কৃষি কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমার দেখাদেখি সাধারণ কৃষকরাও যেন কৃষিকাজে উদ্বুদ্ধ হয়। বেগুনি ধানের চারা দিয়ে তৈরি করা বাংলাদেশের মানচিত্রটি দেখার জন্য মানুষজন প্রতিদিনই আসছে। কেউ দেখছেন আবার কেউ ছবি তুলছে, কেউবা আবার বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এ কাজ করেছেন বলেও জানান। আগামীতে আরও ব্যতিক্রম কিছু দৃশ্যায়ন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এ ধানের ক্ষেতে মানচিত্র দেখতে আসা আবুল কালাম আজাদ, উজ্জ্বল হোসেন, আব্দুল হাই, শিকদার, কফিল উদ্দিনসহ আরও অনেকে বলেন, ধানের জমির মাঝে বাংলাদেশের মানচিত্র ফুটে উঠায় দেখতে সুন্দর লাগছে। জমিতে মানচিত্র দৃশ্যায়ন হয়ে ফুটে উঠায় আমাদের খুব গর্ব হচ্ছে। এমন ধরনের দৃশ্য সহজে চোখে পরেনা। দেশের মানচিত্র দৃশ্যায়ন করে তিনি খুবই প্রশংসনীয় কাজ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন জানান, এলাকায় এটি একটি চমকপ্রদ ঘটনা। একজন কৃষক দেশের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তার জমিতে বেগুনি ধানের চারায় বাংলাদেশের মানচিত্রের আদলে দৃশ্য ফুটিয়ে সত্যিই প্রশংসার কাজ করেছেন। ইতিপূর্বেও তিনি জাতীয় পতাকা ধানের চারা দিয়ে তৈরি করে প্রশংসিত হয়েছিলেন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সলঙ্গায় কাজের গৃহ পরিচারিকা কে ধর্ষণের অভিযোগে পিতা পুত্র আটক

উলিপুরে ধানের ক্ষেতে বাংলাদেশের মানচিত্র

Update Time : ১০:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

কুড়িগ্রামের উলিপুরেধানের সবুজ পাতায় আবৃত ফসলি জমিতে বেগুনি ধানের চারা দিয়ে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তোলায় প্রশংসায় ভাসছেন এক শিক্ষক। রাস্তা থেকে ওইফসলের ক্ষেতে তাকালেই মনে হয় যেনো এক টুকরো বাংলাদেশ। দেশপ্রেম থেকেই উলিপুর পৌরসভার বাকরের হাট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফর সাদিক (৩৫) তার রোপন করা বোরো ধানের ক্ষেতে মনমুগ্ধকর এ মানচিত্রের দৃশ্য ফুটিয়ে তুলেছেন।

কৃষি বিভাগের তথ্য মতে, বেগুনি রঙের ধান সৌন্দর্য ও পুষ্টিগুণে সমৃদ্ধ একটি জাত। এ ধানের নাম মূলত পার্পল রাইস বা বেগুনি ধান নামে পরিচিত। এ “পার্পল রাইস” ধান গাছের পাতা ও কান্ডের রঙ বেগুনি রং এর হয়। তাই কৃষকদের কাছে এ জাতটি বেগুনি ধান নামে পরিচিত।

সরেজমিনে দেখা যায়, পূর্ব নাওডাঙ্গা এলাকায় অবস্থিতউলিপুর পৌরসভার ডাম্পিং ষ্টেশনের পাশে ঐ শিক্ষকের সীডের প্রজেক্ট। সেখানে ব্রি-১০৮ জাতের ধান ৩০ শতক জমিতে রোপন করে তিনি এ দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন। এ দৃষ্টিনন্দন মানচিত্রটি রাস্তার সাথে হওয়ায় এবং জনমূখে শুনে প্রতিদিন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা এখানে এসে ভীড় জমাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আবু জাফর সাদিক উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। চাকুরির পাশাপাশি কৃষিতে অবদান রাখতে নিয়মিত কৃষি কাজে সময় দেন তিনি। গত বছর ধানের ক্ষেতে জাতীয় পতাকা দৃশ্যায়ন করে জেলাজুড়ে আলোড়ন তুলেছিলেন। এ বছরেও তিনি ধানের ক্ষেতে বেগুনি ধানের চারা রোপন করে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তুলে প্রশংসায় ভাসছেন।

আবু জাফর সাদিক এ প্রতিনিধিকে জানান, শিক্ষকতার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে কৃষি কাজ চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমার দেখাদেখি সাধারণ কৃষকরাও যেন কৃষিকাজে উদ্বুদ্ধ হয়। বেগুনি ধানের চারা দিয়ে তৈরি করা বাংলাদেশের মানচিত্রটি দেখার জন্য মানুষজন প্রতিদিনই আসছে। কেউ দেখছেন আবার কেউ ছবি তুলছে, কেউবা আবার বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। দেশের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এ কাজ করেছেন বলেও জানান। আগামীতে আরও ব্যতিক্রম কিছু দৃশ্যায়ন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এ ধানের ক্ষেতে মানচিত্র দেখতে আসা আবুল কালাম আজাদ, উজ্জ্বল হোসেন, আব্দুল হাই, শিকদার, কফিল উদ্দিনসহ আরও অনেকে বলেন, ধানের জমির মাঝে বাংলাদেশের মানচিত্র ফুটে উঠায় দেখতে সুন্দর লাগছে। জমিতে মানচিত্র দৃশ্যায়ন হয়ে ফুটে উঠায় আমাদের খুব গর্ব হচ্ছে। এমন ধরনের দৃশ্য সহজে চোখে পরেনা। দেশের মানচিত্র দৃশ্যায়ন করে তিনি খুবই প্রশংসনীয় কাজ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন জানান, এলাকায় এটি একটি চমকপ্রদ ঘটনা। একজন কৃষক দেশের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে তার জমিতে বেগুনি ধানের চারায় বাংলাদেশের মানচিত্রের আদলে দৃশ্য ফুটিয়ে সত্যিই প্রশংসার কাজ করেছেন। ইতিপূর্বেও তিনি জাতীয় পতাকা ধানের চারা দিয়ে তৈরি করে প্রশংসিত হয়েছিলেন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।