কক্সবাজারের চকরিয়ায় পৃথক অভিযানে অস্ত্রসহ ৪ ‘ডাকাতকে’ আটক করার কথা জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ, ১৯৩০ পিস ইয়াবা ও চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়িও উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের চকবাজার ডিসি রোড়ের ১৭ নাম্বার এলাকার বাসিন্দা মৃত মনু মিয়ার পুত্র মোঃতৈয়ব (২৬) চট্টগ্রাম রাহাত্তারপুল এলাকাকার বাসিন্দা মোঃরফিকের পুত্র মোহাম্মদ নেজাম (২৫), কক্সবাজার সদর থানার ঝিলংজা মাস্টার পাড়া এলাকার আবু শামার পুত্র মোঃ শফিউল আলম (২৪), চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার বাসিন্দা খায়ের নুর প্রকাশ হাবিবের পুত্র মোহাম্মদ রিফাত (২০) কে আটক করা হয়েছে।পুলিশ জানায়, পৃথক অভিযান চলাকালে চকরিয়া উপজেলা ডুলাহাজারার মালুমঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এসময় দুই ‘ডাকাতকে’ গ্রেফতার করা হয়েছে। অপর অভিযানে পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ঈদমনি থেকে ১৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ি উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রে আদালতে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টার অভিযানে নাশকতা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ডাকাত সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।