সোমবার সকাল ৯:৩০ মিনিটে পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণে প্রাক্তন সেনা কল্যাণ সমিতি ঝিনাইদহের আয়োজনে অসহায়, দরিদ্র, নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে বিনামূল্যে পা চালিত ১৫টি ভ্যান বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ তফিকুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক সার্জেন্ট (অবঃ) মোঃ শমশের আলি, বছির উদ্দিন (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার, মোতাহার হোসেন (অবঃ) ওয়ারেন্ট অফিসার, রজব আলী (অবঃ) ওয়ারেন্ট অফিসার, এ কে এম শাহিনুজ্জামান (অবঃ) ওয়ারেন্ট অফিসার, কামরুজ্জামান, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম (অবঃ) সিনিয়র ওয়ারেন্ট অফিসার, শাহাবুদ্দিন (অবঃ) সার্জেন্ট প্রমুখ।