কুমিল্লার হোমনা উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরে সহকারী অধ্যাপক রাশিদা আক্তারকে সভাপতি করে ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
তিনি মরহুম মুন্সী আবুল কাশেম ও আমেনা বেগম দম্পতির কন্যা এবং হোমনা ডিগ্ৰি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামের সহধর্মিণী।রাশিদা আক্তার বিএনপি নেতা মরহুম আব্দুল মতিন মুন্সী ও বিএনপি নেতা সোহরাব হোসেন নিলু মুন্সীর ভাতিজি।
রাশিদা আক্তার ইডেন মহিলা কলেজ থেকে এমএসসি (ম্যাথমেটিক্স) পাশ করে দাউদকান্দি উপজেলার পিপইয়াকান্দি আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন।
আট ভাই বোনের মধ্যে রাশিদা আক্তার চতুর্থ। বড় ভাই মুন্সী বাদল জার্মান প্রবাসী, মেঝো ভাই মুন্সী আলমগীর বিশিষ্ট ব্যবসায়ী (সৌদি প্রবাসী), ছোট ভাই মুন্সী জাহাঙ্গীর আলম সুইজারল্যান্ড প্রবাসী। মুন্সী পরিবার দীর্ঘকাল যাবত এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ অন্যান্য পদে অধিষ্ঠিত ছিলেন।
তাদের পরিবার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনের জায়গা, চক্ষু হাসপাতাল, কৃষি ইন্সটিটিউট, মুন্সীর হাট বাজারের জায়গা দানসহ নানা উন্নয়নমূলক কাজে অবদান রেখে চলছেন।