প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা, সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’ এ পতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস।এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী, আলোচনা সভা ও পলিসি ডায়লগ।
সকালে বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গন থেকে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হকের নেতৃত্বে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র্যালী শেষে পৃথক সময়ে জেলা সদর হাসপাতালের ইউসুফ সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং জেলা ইপিআই সম্মেলন কক্ষে সরকারি বেসরকারি চিকিৎসক সমন্বয়ে পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও পলিসি ডায়লগে সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সোহেল বকস।প্রধান অতিথির বক্তব্যে ডা: সোহেল বকস বলেন, আমাদের সচেতনতা আর সকলের আন্তরিকতাই পারে যক্ষ্মাকে পুরোপুরি নির্মূল করতে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মং টিং ঞো, কক্সবাজার মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন) ডাঃ শাহজাহান নাজির, বক্ষব্যাধি ক্লিনিক এর কন্সাল্ট্যান্ট ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বক্তব্য রাখেন।
বক্তারা যক্ষ্মা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যক্ষ্মার লক্ষণ অনুযায়ী দ্রুত পরীক্ষা করা ও ডটস এর মাধ্যমে সরকারি ভাবে ফ্রি চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে প্রতিপাদ্যের সাথে একাত্মতা ঘোষণা করেন। ডাঃ শাহ্ ফাহিম আহমদ ফয়সাল এর উপস্থাপনায় জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ অনুপ ধর এ সময় জেলার যক্ষ্মা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেন।