ঈদে পোশাকসহ অন্যান্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এতে কাড়পসহ ভ্যারাইটিজ পণ্য বিক্রিকারী ব্রান্ডেড প্রতিষ্ঠান টপটেন শোরুমের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় তার সাথে ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্হ্য পরিদর্শক আলতাফ হোসেনসহ সৈয়দপুর থানা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয় সূত্রে জানা যায়, তাদের কাছে অভিযোগ ছিল টপটেন বিদেশী পোশকসহ বিভিন্ন পণ্য বিক্রি করে এবং দামও তুলনামূলক বেশি। এসব অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা। ওই শোরুমে থাকা শাড়ি, কাপড়, শার্ট, প্যান্ট, কসমেটিক্সসহ বেশ কিছু পণ্যের ক্রয় রশিদ ছিল না। পণ্যের গায়ে লেখা দাম ছিল তুলনামূলক অনেক বেশি।
এছাড়া মেড ইন ফ্রান্স, মেড ইন জাপান লেখা প্রসাধনী বেশ কয়েকটি পণ্যে বিক্রি করছেন তার প্রমাণ চাওয়া হয়। কিন্তু তারা বিদেশি প্রসাধনী পণ্য ক্রয়ের কোনো ভাউচার দেখাতে পারেনি। এসব পণ্যে তারা নিজেদের মতো করে মূল্য নির্ধারণ করেছে। এ কারণে টপটেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেড ইন ফ্রান্স, মেড ইন জাপান লেখা প্রসাধনী বেশ কয়েকটি পণ্যে বিক্রি করছেন তার প্রমাণ চাওয়া হয়। কিন্তু তারা বিদেশি প্রসাধনী পণ্য ক্রয়ের কোনো ভাউচার দেখাতে পারেনি। এসব পণ্যে তারা নিজেদের মতো করে মূল্য নির্ধারণ করেছে। এ কারণে টপটেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, আরও বেশ কয়েকটি শোরুমের বিরুদ্ধে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ আসছে আমাদের কাছে। ক্রেতা বা ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।