মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে চাঁদা তোলার সময় একটি হাতীর মৃত্যু হয়েছে।মাউথ হাতীটি নিয়ে বুধবার দুপুরে বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা আদায় করতে করতে যাচ্ছিলো।
এক পর্যায়ে ধোয়াইল বাজার পার হয়ে শ্যামনগর পৌছালে হাতিটা একটি ভ্যানের উপর পা তুলে দিলে ভ্যানখানা ভেঙে যায়। এ ঘটনায় ভ্যান চালক হাতীর সোয়ারকে ধাওয়া দিলে সে পালিয়ে যাওয়ার সময় মস্তিস্কে রক্তক্ষরণে মারা যায় বলে ধারনা করা হচ্ছে। অবশ্য হাতিটাকে দেখে একটু দৃর্বল বা অসুস্থ ছিল বলে মনে হয়েছে। অপরদিকে ভ্যান চালক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শোনা যাচ্ছে। হাতীটি সার্কাসের, রাতের হাতী খেলা দেখায় আরও দিনে সরা এলাকায় বকশিষ তোলার কাজে লাগায় হাতীকে।