Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সিরাজগঞ্জ মহাসড়কে দায়িত্ব পালন করবে ৭৯৪ পুলিশ সদস্য

উত্তরের পথে ঈদযাত্রায় স্বস্তি মিললেও মহাসড়কে রয়েছে আতংক

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক চারলেনে উন্নিতকরন কাজ সিংহভাগ সম্পন্ন। পাশাপাশি আগামী ঈদুল ফিতর কে সামনে রেখে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের প্রায় সবগুলো আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু খুলে দেওয়ায় সড়কপথে উত্তরের ঈদযাত্রায় স্বস্তি থাকলেও যাত্রী, চালকদের মধ্যে রয়েছে এক ধরনের ডাকাত আতঙ্ক।

তবে পুলিশ বলছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও মহাসড়ক যানজট মুক্ত রাখতে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ।

জানাগেছে,উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ২২ জেলার সংযোগ স্থাপিত হয়। সারা বছরই এ রাস্তায় পরিবহনের চাপ লেগে থাকলেও ঈদযাত্রায় এই চাপ বেড়ে যায় আরো কয়েকগুণ। স্বাভাবিক মৌসুমে এই মহাসড়কে ২০ থেকে ২৫ হাজার গাড়ি চললেও ঈদে তা বেড়ে ৫০ থেকে ৫৫ হাজারে দাড়ায়। এই মহাসড়কের যমুনা সেতু পশ্চিমপাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ চলছে যা এবারের ঈদযাত্রায় পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহন চলাচলের জন্য ।

তবে যানযটের আশঙ্কা না থাকলেও যাত্রী ও চালকদের মাঝে রয়েছে ডাকাত ও ছিনতাইয়ের আতঙ্ক।এই মহাসড়কে রাতের বেলায় গাড়িতে ঢিল ছুঁড়ে ডাকাতির ঘটনা ঘটছে। এরই মধ্যে কয়েকটি অভিযানে বেশ কিছু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রী ও চালকরা বলছে এবার মহাসড়কে ভোগান্তি কম থাকলেও ডাকাতির কারণে ভয় রয়েই গেছে।

একাধিক যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানায়, সড়কে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে তাহলে মানুষের ঈদযাত্রা যানযটহীন নিরাপদ হবে।

অপরদিকে মহাসড়কে চার লেনের কাজ করা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান সাব রিজিওনাল কো-অপারেশন (সাসেক-২) প্রকল্প ব্যবস্থাপক, মো: মাহবুবুর রহমান রাসেল জানান,মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে সেতু পশ্চিমের ৩৭ কিলোমিটার মহাসড়কের ১৩টি আন্ডারপাসের ১১টি খুলে দেওয়া হচ্ছে। আর বাকি দুটিতে রয়েছে চারলেনের সার্ভিস সড়ক। খুলবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের একটি সার্ভিস সড়ক এবং ইতোমধ্যেই খুলেছে বাকি ওভারপাস, উড়ালসেতু ও নলকা সেতু। ফলে ভোগান্তির কোন সম্ভাবনা নেই।
সিরাজগঞ্জ পুরিশ সুপার মো.ফারুক হোসেন জানান,মহাসড়কের নিরাপত্তার জন্য হাইওয়ে পুলিশের ১৫০ জন সদস্যর পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে যানজটপূর্ণ ও ঝুকিপূর্ণ এলাকাগুলোয় ৬৪৪ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করবে। নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন ব্যবস্থা রাখা হয়েছে । আশাকরি কোন সমস্যা হবেনা।

নাড়ির টানে ঘরে ফেরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ যান চলাচলের শৃঙ্খলা ফিরাতে প্রশাসনের সহায়তা কামনা করছে এপথের যাত্রী ও চালকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গোপালগঞ্জে কারফিউ চলবে

সিরাজগঞ্জ মহাসড়কে দায়িত্ব পালন করবে ৭৯৪ পুলিশ সদস্য

উত্তরের পথে ঈদযাত্রায় স্বস্তি মিললেও মহাসড়কে রয়েছে আতংক

জন দেখেছেন : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক চারলেনে উন্নিতকরন কাজ সিংহভাগ সম্পন্ন। পাশাপাশি আগামী ঈদুল ফিতর কে সামনে রেখে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের প্রায় সবগুলো আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু খুলে দেওয়ায় সড়কপথে উত্তরের ঈদযাত্রায় স্বস্তি থাকলেও যাত্রী, চালকদের মধ্যে রয়েছে এক ধরনের ডাকাত আতঙ্ক।

তবে পুলিশ বলছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও মহাসড়ক যানজট মুক্ত রাখতে নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ।

জানাগেছে,উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ২২ জেলার সংযোগ স্থাপিত হয়। সারা বছরই এ রাস্তায় পরিবহনের চাপ লেগে থাকলেও ঈদযাত্রায় এই চাপ বেড়ে যায় আরো কয়েকগুণ। স্বাভাবিক মৌসুমে এই মহাসড়কে ২০ থেকে ২৫ হাজার গাড়ি চললেও ঈদে তা বেড়ে ৫০ থেকে ৫৫ হাজারে দাড়ায়। এই মহাসড়কের যমুনা সেতু পশ্চিমপাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৭ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণের কাজ চলছে যা এবারের ঈদযাত্রায় পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহন চলাচলের জন্য ।

তবে যানযটের আশঙ্কা না থাকলেও যাত্রী ও চালকদের মাঝে রয়েছে ডাকাত ও ছিনতাইয়ের আতঙ্ক।এই মহাসড়কে রাতের বেলায় গাড়িতে ঢিল ছুঁড়ে ডাকাতির ঘটনা ঘটছে। এরই মধ্যে কয়েকটি অভিযানে বেশ কিছু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রী ও চালকরা বলছে এবার মহাসড়কে ভোগান্তি কম থাকলেও ডাকাতির কারণে ভয় রয়েই গেছে।

একাধিক যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানায়, সড়কে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে তাহলে মানুষের ঈদযাত্রা যানযটহীন নিরাপদ হবে।

অপরদিকে মহাসড়কে চার লেনের কাজ করা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান সাব রিজিওনাল কো-অপারেশন (সাসেক-২) প্রকল্প ব্যবস্থাপক, মো: মাহবুবুর রহমান রাসেল জানান,মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে সেতু পশ্চিমের ৩৭ কিলোমিটার মহাসড়কের ১৩টি আন্ডারপাসের ১১টি খুলে দেওয়া হচ্ছে। আর বাকি দুটিতে রয়েছে চারলেনের সার্ভিস সড়ক। খুলবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের একটি সার্ভিস সড়ক এবং ইতোমধ্যেই খুলেছে বাকি ওভারপাস, উড়ালসেতু ও নলকা সেতু। ফলে ভোগান্তির কোন সম্ভাবনা নেই।
সিরাজগঞ্জ পুরিশ সুপার মো.ফারুক হোসেন জানান,মহাসড়কের নিরাপত্তার জন্য হাইওয়ে পুলিশের ১৫০ জন সদস্যর পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে যানজটপূর্ণ ও ঝুকিপূর্ণ এলাকাগুলোয় ৬৪৪ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা দায়িত্ব পালন করবে। নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন ব্যবস্থা রাখা হয়েছে । আশাকরি কোন সমস্যা হবেনা।

নাড়ির টানে ঘরে ফেরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ যান চলাচলের শৃঙ্খলা ফিরাতে প্রশাসনের সহায়তা কামনা করছে এপথের যাত্রী ও চালকেরা।