কুড়িগ্রামের উলিপুরে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছে ধর্ষিতার পিতা। ঘটনাটি ঘটেছে, উপজেলার পশ্চিম কালুডাঙ্গা গ্রামে। বর্তমানে ওই ধর্ষিতা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চিলমারী উপজেলার পুটিমারি কাজলডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে বায়জিদ ইসলাম বিজু (২২), উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামে তার বোনের শশুর বাড়িতে থাকে। একই গ্রামের প্রতিবেশি ওই স্কুল ছাত্রী (১৪) বিদ্যালয়ে যাওয়া আসার সময় প্রায় দিনই বিজু তাকে প্রেমের প্রস্তাবসহ-কু প্রস্তাব দিয়ে আসত। এ ঘটনায় অতিষ্ট হয়ে ওই ছাত্রী বিষয়টি তার মাকে অবগত করে। শিক্ষার্থীর মা ঘটনাটি বিজুর বোনকে জানালে বিজু আরও উৎশৃঙ্খল হয়ে উঠে।
গত মঙ্গলবার (২৫ মার্চ) রাত দশটার দিকে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে বের হলেআগে থেকে ওৎ পেতে থাকা বিজু তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ সময় স্কুল ছাত্রীর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে বিজু পালিয়ে যায়। পরবর্তীতে স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, ধর্ষনের ঘটনায় বায়জিদ ইসলাম বিজুকে প্রধান আসামি করে বুধবার (২৬ মার্চ) থানায় অভিযোগ করে ওই শিক্ষার্থীর পিতা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় ওই স্কুল ছাত্রীর সাথে। এ সময় সে কান্নাজড়িত কন্ঠে বিজু মিয়ার শাস্তি দাবি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, বর্তমানে সুস্থ্য আছে। ডাক্তারী পরীক্ষা সম্পূর্ণ করার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।