নীলফামারীর ডোমারে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে ডোমার হাইস্কুল মাঠে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এ সময় উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম। এরপর একে একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ বরেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) নিয়াজ মেহেদী, ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফর আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর শহীদদের রুেেহর আতœার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সকাল ৮টায় বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম, ওসি আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা প্রমূখ। ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় কুঁচকাওয়াজের আনুষ্ঠানিকতায় ডোমার থানা, ফায়ার সার্ভিস, আনসার, ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইড ও কাব দল অভিবাদন মঞ্চ প্রদক্ষিণ করেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।