কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এ কথা বলেন। বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেলে উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলেড. আতিক মুজাহিদ বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আমরা আর দেশে দুর্নীতি দেখতে চাই না, অস্ত্রের ঝন ঝনানি দেখতে চাই না, ধর্ষণ ও খুনের রাজত্ব দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশে রাজনীতিবিদদেরকে জনগণের সেবক হয়ে দেখতে চাই ।
আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নতুন বাংলাদেশের পরিবেশ সৃষ্টি করতে চাই। যে বাংলাদেশে এ দেশের রাজনৈতিক নেতারা আপামর মেহনতী জনতার সেবক হয়ে কাজ করবে। খেটে খাওয়া কুলি, দিন মজুরসহ সাধারণ জনগণের জন্য কাজ করবে।
তিনি বলেন, আমি কুড়িগ্রামেরই সন্তান।
কুড়িগ্রামের জন্য আমরা দশ বছরের একটি উন্নয়নের রোড ম্যাপ করে যেতে চাই। যে রোড ম্যাপ দেখে আগামীর রাজনীতিবিদরা আমাদের জন্য দীর্ঘ মেয়াদে উন্নয়নের কাজ করবে।কুড়িগ্রাম জেলাকে মডেল কুড়িগ্রাম বানাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ৬১ নম্বর নয়, কুড়িগ্রাম হবে দেশের এক নম্বর জেলা। দূর্নীতি মুক্ত করে কুড়িগ্রাম জেলায় কর্মসংস্থানের জন্য যা যা করা দরকার তাই করা হবে।
অনুষ্ঠানে উলিপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য এম শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় নাগরিক কমিটি কুড়িগ্রামের সংগঠক মুকুল মিয়া, জামায়াতের হাফিজ রুহুল আমীন, উলিপুর উপজেলা বিএনপি‘র নেতা হায়দার আলী মিয়া প্রমুখ।