ঈদের দিনেও গাজায় থামেনি ইসরাইলের নারকীয় তাণ্ডব।দখলদার বাহিনীর হামলা থেকে রক্ষা পাননি ফিলিস্তিনিরা।
মেডিকেল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি অভিযানে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এদিকে ইসরাইলের এমন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গোষ্ঠীটির টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ঈদুল ফিতরের পবিত্রতার কোনো তোয়াক্কা না করেই দিনভর গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। বিবৃতিতে আরও বলা হয়,ঈদুল ফিতরের প্রথম দিনে সন্ত্রাসী হামলায় বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে ঈদের পোশাক পরা শিশুরাও ছিল। হামাস জানায়, ঈদের দিনে শিশুদের তাঁবুর ভেতরে হত্যা দখলদার বাহিনীর ফ্যাসিবাদ এবং যেকোনো মানবিক বা নৈতিক মূল্যবোধকে অস্বীকার করার বিষয়টি প্রকাশ করে।