পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নামাজ শেষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে হাজার হাজার মানুষ ভিড় করেন নির্দিষ্ট সময়ের অনেক আগেই৷ সকাল সাড়ে ৮টায় শুরু হয় ঈদের নামাজ৷ এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা৷ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন৷
সুষ্ঠু ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা৷