Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে আত্রাই উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে এবং দুর্ঘটনা এড়াতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ছাত্রদল।

সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী উপজেলার প্রধান সড়কসহ ব্যস্ততম এলাকাগুলোতে এ প্রচারণা চালানো হয়। দীর্ঘদিন ধরে গতিরোধকের চিহ্ন মুছে যাওয়ায় অনেক সময় পথচারী ও চালকেরা তা দেখতে পান না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ অবস্থায় ছাত্রদল নিজ উদ্যোগে এ কাজ শুরু করেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন লোটাস এর পরিকল্পনায় এ কার্যক্রমের নেতৃত্ব দেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ন আহবায়ক এসএম শাহরিয়া সৌরভ , গোলাম মর্তুজা, পলাশ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সজিবসহ উপজেলার ৮টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. এসএম মনোয়ার হোসেন লোটাস বলেন, ‘আমরা চাই ঈদ যাত্রা নিরাপদ হোক। অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে শুধু গতিরোধক স্পষ্ট না থাকার কারণে। তাই মানবিক দিক বিবেচনা করে আমাদের এ উদ্যোগ।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শাকিল হোসেন বলেন, ‘আমরা সাধারণ মানুষের কথা ভেবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।

এক পথচারী বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ঈদের সময় সড়কে চাপ বেড়ে যায়, দুর্ঘটনাও বেশি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ব্রহ্মপুত্র নদে ‌নি‌খোঁজ জে‌লের মর‌দেহ উদ্ধার

ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে আত্রাই উপজেলা ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

Update Time : ০৮:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে এবং দুর্ঘটনা এড়াতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ছাত্রদল।

সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী উপজেলার প্রধান সড়কসহ ব্যস্ততম এলাকাগুলোতে এ প্রচারণা চালানো হয়। দীর্ঘদিন ধরে গতিরোধকের চিহ্ন মুছে যাওয়ায় অনেক সময় পথচারী ও চালকেরা তা দেখতে পান না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ অবস্থায় ছাত্রদল নিজ উদ্যোগে এ কাজ শুরু করেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ মনোয়ার হোসেন লোটাস এর পরিকল্পনায় এ কার্যক্রমের নেতৃত্ব দেন আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন, যুগ্ন আহবায়ক এসএম শাহরিয়া সৌরভ , গোলাম মর্তুজা, পলাশ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সজিবসহ উপজেলার ৮টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. এসএম মনোয়ার হোসেন লোটাস বলেন, ‘আমরা চাই ঈদ যাত্রা নিরাপদ হোক। অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে শুধু গতিরোধক স্পষ্ট না থাকার কারণে। তাই মানবিক দিক বিবেচনা করে আমাদের এ উদ্যোগ।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শাকিল হোসেন বলেন, ‘আমরা সাধারণ মানুষের কথা ভেবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।

এক পথচারী বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ঈদের সময় সড়কে চাপ বেড়ে যায়, দুর্ঘটনাও বেশি হয়।