মাগুরা জেলার ৪ উপজেলার ৩৬ টি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদ পুর ও শালিখা উপজেলায় ৬২৮ টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাগুরার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় মাগুরা নোমানী ময়দান ঈদগাহ ময়দানে। রবিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সোমবার জেলার প্রতিটি ঈদগাহ ময়দানে মোমিন মুসলমানরা ঈদের নামাজ কায়েম করেন। মাগুরার প্রধান ঈদের জামায়াতে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তা , মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোরসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ সাধারণ জনগন ঈদের নামাজ আদায় করেন।
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ঈদের নামাজ শেষে বলেন, দেশের বর্তমান সরকার সংস্কার কর্মসুচির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা মাগুরায় সেই শিশু, বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের জন্য ঈদের নামাজে মোনাজাত করা হয়েছে বলে তার বক্তব্যে জানান। মাগুরা নোমান ময়দান ছাড়াও মাগুরা পুলিশ লাইনস ঈদগাহ ময়দান,জজকোর্ট মসজিদ, কলেজপাড়া মসজিদ, পিটি আই পাড়া জামে মসজিদ, স্টেডিয়াম পাড়া জামে মসজিদ, পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদ, পারনান্দুয়ালী গোরস্থান ঈদগাহ ময়দান, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ ময়দান মাগুরা জেলা মডেল মসজিদসহ জেলার চার উপজেলায় বিভিন্ন ঈদগাহে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে ঈদকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সরকারি বেসরকার ভবন সমুহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়। মাগুরা পুলিশের পক্ষ থেকে সুন্দর ভাবে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য সার্বিক নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম। মাগুরা পৌর সভার প্রশাসক মোঃ আব্দু্ল কাদের জানান, নোমান ময়দানে প্রধান ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।