দীর্ঘ তিন মৌসুম পর আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠল বার্সেলোনা। প্রথম লেগে ৪-৪ গোলে ড্র হওয়ায় এবা দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছে গেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় ফেররান তরেসের একমাত্র গোলে জয় পায় বার্সা।
এদিন ম্যাচের ২৭তম মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ পেয়েই এগিয়ে যায় সফরকারী বার্সা। বক্সে দারুণ পাস দেন ইয়ামাল, ছুটে গিয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান রবের্ত লেভানদোভস্কির জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া তরেস।
আগামী ২৬ এপ্রিল ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ।