ভোলার চরফ্যাশন পূর্বের বিরোধের সমঝোতার সালিশে না আসায় বাড়িতে গিয়ে মো: মাসুদ (৩৫) নামে এক যুবককে রড ও লাঠি-সোটা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। নিহত মাসুদ ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ির মো: খালেকের ছেলে। শুক্রবার দুপুরের দিকে ওই বাড়িতে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবরের সদস্যরা জানান, গত বুধবার রাতে আবু বক্করপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন ও নিহত মাসুদ এবং তার ভাইদের সাথে মারিমারি হয়। এনিয়ে শুক্রবার সকালে তাদের মধ্যে সমঝোতার সালিশ বসার কথা থাকলেও মাসুদ ও তার পরিবার সেখানে না যাওয়ায় ক্ষিপ্ত হন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন গংরা। পরে দুপুরের দিকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মাসুদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তারা রড ও লাঠি-সোটা দিয়ে মাসুদ ও তার ভাইদেরসহ পরিবারের সদস্যদের মারধর করেন। পরে স্থানীয়দের সযোগীতায় মাসুদসহ তার আহত ভাইদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মাসুদকে মৃত
ঘোষণা করেন। দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুরো বিষয়টি তদন্ত চলছে। আসামীদের আটক চেষ্টা করছেন তারা।