Dhaka ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর মান্দায় লুটপাটের পর বসতবাড়ি পুড়িয়ে দেওয়ায় জড়িত অভিযোগে গ্রেফতার ৯

নওগাঁর মান্দায় বসতবাড়িতে লুটপাটের পর বসতবাড়ি পুড়িয়ে দেওয়ায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

ভুক্তভোগী আতাউর রহমান বিলউথরাইল গ্রামের মৃত ফজের আলীর ছেলে।      এর আগে জমি নিয়ে বিরোধের ধরে ভূক্তভোগি আতাউর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে।বিবাদমান একটি জমি নিয়ে বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের লোকজনের সঙ্গে ভুক্তভোগী আতাউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সংবাদ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত নয়জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন,  এমাজ উদ্দিন মণ্ডল (৫৫),  আবু সাইদ মণ্ডল (৪৫), মাইনুল ইসলাম (৪০),  তুহিন আলী (৪০),  বিদ্যুৎ হোসেন গাইন (৩৬), বুলবুল আহমেদ সুমন (৩২), ফিরোজ হোসেন (২৬), মারুফ হোসেন (১৯) ও পিয়াস আহমেদ (১৯।                                                                                                                                            ভুক্তভোগী আতাউর রহমান বলেন, ‘আমার কবলাকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন বিলউথরাইল পশ্চিমপাড়ার লোকজন। আদালতের রায়ের পরও ওই সম্পত্তিতে যেতে পারছি না। বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ।’

আতাউর রহমান অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পশ্চিমপাড়ার লোকজন সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে আমাদের সপরিবারে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের দেওয়া আগুনে পুরো বাড়ির টিনের ছাউনি, দুটি মোটরসাইকেল, জমির দলিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তা আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আতাউর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনায় আতাউর রহমান বাদি হয়ে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই যৌথ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৯জনকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

গোপালগঞ্জে কারফিউ চলবে

নওগাঁর মান্দায় লুটপাটের পর বসতবাড়ি পুড়িয়ে দেওয়ায় জড়িত অভিযোগে গ্রেফতার ৯

জন দেখেছেন : ১১:১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

নওগাঁর মান্দায় বসতবাড়িতে লুটপাটের পর বসতবাড়ি পুড়িয়ে দেওয়ায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল।

ভুক্তভোগী আতাউর রহমান বিলউথরাইল গ্রামের মৃত ফজের আলীর ছেলে।      এর আগে জমি নিয়ে বিরোধের ধরে ভূক্তভোগি আতাউর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে এ ঘটনা ঘটে।বিবাদমান একটি জমি নিয়ে বিলউথরাইল পশ্চিমপাড়া গ্রামের লোকজনের সঙ্গে ভুক্তভোগী আতাউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সংবাদ পেয়ে ওই রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত নয়জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন,  এমাজ উদ্দিন মণ্ডল (৫৫),  আবু সাইদ মণ্ডল (৪৫), মাইনুল ইসলাম (৪০),  তুহিন আলী (৪০),  বিদ্যুৎ হোসেন গাইন (৩৬), বুলবুল আহমেদ সুমন (৩২), ফিরোজ হোসেন (২৬), মারুফ হোসেন (১৯) ও পিয়াস আহমেদ (১৯।                                                                                                                                            ভুক্তভোগী আতাউর রহমান বলেন, ‘আমার কবলাকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখেছেন বিলউথরাইল পশ্চিমপাড়ার লোকজন। আদালতের রায়ের পরও ওই সম্পত্তিতে যেতে পারছি না। বিষয়টি নিষ্পত্তির জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছে পুলিশ।’

আতাউর রহমান অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পশ্চিমপাড়ার লোকজন সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে। হামলাকারীরা ভাঙচুর ও লুটপাট চালিয়ে আমাদের সপরিবারে হত্যার উদ্দেশ্যে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীদের দেওয়া আগুনে পুরো বাড়ির টিনের ছাউনি, দুটি মোটরসাইকেল, জমির দলিলসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজনের সহায়তা আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে আতাউর রহমানের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনায় আতাউর রহমান বাদি হয়ে ২৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন। রাতেই যৌথ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৯জনকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।