Dhaka ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

 দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি সনাতন পরিবারের নগদ টাকা, সোনাসহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্ঠার বাড়ি সংলগ্ন মার্কেট ও ব্যাংক ভবন রক্ষা পেয়েছে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে  বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়স্থ ইসলামী ব্যাংকের পার্শ্বে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বিরামপুর পৌরশহরের  মহাসড়ক সংলগ্ন ঢাকা মোড়ে রতন সাহার বাড়ি ও বাড়ির সামনে মার্কেট রয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে পরিবারের লোকজন দোকানে কর্মরত থাকা অবস্থায় বাড়িতে আগুন জ্বলে ওঠে। কোন কিছু বুঝে উঠার আগেই টিনসেড বাড়ি ভয়াবহ আগুনে পুড়তে থাকে। তাৎক্ষণিক ভাবে বিরামপুর ফায়ার সার্ভিসের ইউনিট এবং পরবর্তীতে নবাবগঞ্জ ও ফুলবাড়ি থেকে মোট তিনটি ইউনিট এসে আগুন ছড়ানো নিয়ন্ত্রণ করে। এতে বাড়ির ৪টি ঘর ও মার্কেটের দু’টি দোকান ঘরের সব কিছু পুড়ে গেলেও সংলগ্ন মার্কেট ও ইসলামী ব্যাংক ভবন রক্ষা পেয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক রতন সাহা বলেন, মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রাখা ১০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও বসত বাড়ির সর্বস্ব পুড়ে ভষ্ম হয়েছে।

বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্র হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি ও ৯০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার ফাইটার সজল হোসেন গুরুত্বর আহত হয়ে সে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও আগুন নিয়ন্ত্রনে সহায়তা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

উলিপুরে গভীর রাতে রড ছাড়াই আরসিসি রাস্তা ঢালাই জনরোষে ঠিকাদার ও লেবাররা পালিয়ে যায়

বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

জন দেখেছেন : ০৬:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

 দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি সনাতন পরিবারের নগদ টাকা, সোনাসহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্ঠার বাড়ি সংলগ্ন মার্কেট ও ব্যাংক ভবন রক্ষা পেয়েছে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে  বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়স্থ ইসলামী ব্যাংকের পার্শ্বে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বিরামপুর পৌরশহরের  মহাসড়ক সংলগ্ন ঢাকা মোড়ে রতন সাহার বাড়ি ও বাড়ির সামনে মার্কেট রয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে পরিবারের লোকজন দোকানে কর্মরত থাকা অবস্থায় বাড়িতে আগুন জ্বলে ওঠে। কোন কিছু বুঝে উঠার আগেই টিনসেড বাড়ি ভয়াবহ আগুনে পুড়তে থাকে। তাৎক্ষণিক ভাবে বিরামপুর ফায়ার সার্ভিসের ইউনিট এবং পরবর্তীতে নবাবগঞ্জ ও ফুলবাড়ি থেকে মোট তিনটি ইউনিট এসে আগুন ছড়ানো নিয়ন্ত্রণ করে। এতে বাড়ির ৪টি ঘর ও মার্কেটের দু’টি দোকান ঘরের সব কিছু পুড়ে গেলেও সংলগ্ন মার্কেট ও ইসলামী ব্যাংক ভবন রক্ষা পেয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক রতন সাহা বলেন, মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রাখা ১০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও বসত বাড়ির সর্বস্ব পুড়ে ভষ্ম হয়েছে।

বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সুত্র হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি ও ৯০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার ফাইটার সজল হোসেন গুরুত্বর আহত হয়ে সে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও আগুন নিয়ন্ত্রনে সহায়তা করা হয়েছে।