মাগুরায় সন্ত্রাসী,চাদাবাদ,অস্ত্রধারী,ভুমিদস্যু ও ছাত্র জনতার আন্দোলনে সরাসরি বাঁধা প্রদানকারী শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক ও ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি সন্ত্রাসী পিস্তল মাকসুদের নির্মম অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে এবং সিঙ্গাপুর প্রবাসী সাবেক শ্রীপুর কলেজ ছাত্র নেতা লিপ্টন এর উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার দুপুর ১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ছব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মিয়া ছমিরুল ইসলাম, শ্রীপুর ডিগ্রী কলেজের সাবেক ছাত্র নেতা লিপ্টন মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হাবিবুর রহমান, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, আম্বিয়া খাতুন, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মারুফুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে।