Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদোর জোড়া গোলে আল নাসরের সহজ জয়

আল নাসর অবশেষে আল হিলালের বিপক্ষে জয়ের দেখা পেল। তা সম্ভব হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর কল্যাণেই । সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-১ গোলে জিতেছে আল নাসর। এটি ২০২১ সালের ডিসেম্বরের পর আল হিলালের বিপক্ষে দলটির প্রথম জয়। যেখানে আগের সবশেষ লিগে ৭ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে মুখোমুখি হয়েও জিততে পারেনি আল নাসর।

শুক্রবারের এ জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭০টি। আর হাজার গোলের লক্ষণ পূরণের দিকেও তিনি এগিয়ে গেলেন দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩১টি।

এদিন ম্যাচের ৪৫তম মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এগিয়ে যায় আল-নাসর। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন মিডফিল্ডার আলি আল-হাসান।

দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে চকিতে বাঁ পায়ের শটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান রোনালদো।

এরপর প্রতি আক্রমণে এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আল-হিলাল। ৬২তম মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় তারা। কিন্তু ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল-নাস্‌রের জয় নিশ্চিত করেন রোনালদো।

দুই দলের আগের সাতটি লড়াইয়ে আল-হিলালের জয় ছিল চারটি, ড্র হয়েছিল তিনটি। তবে এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে আল-নাসর। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের, তিন পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল–হিলাল। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

উলিপুরে গভীর রাতে রড ছাড়াই আরসিসি রাস্তা ঢালাই জনরোষে ঠিকাদার ও লেবাররা পালিয়ে যায়

রোনালদোর জোড়া গোলে আল নাসরের সহজ জয়

জন দেখেছেন : ১০:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

আল নাসর অবশেষে আল হিলালের বিপক্ষে জয়ের দেখা পেল। তা সম্ভব হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর কল্যাণেই । সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-১ গোলে জিতেছে আল নাসর। এটি ২০২১ সালের ডিসেম্বরের পর আল হিলালের বিপক্ষে দলটির প্রথম জয়। যেখানে আগের সবশেষ লিগে ৭ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে মুখোমুখি হয়েও জিততে পারেনি আল নাসর।

শুক্রবারের এ জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭০টি। আর হাজার গোলের লক্ষণ পূরণের দিকেও তিনি এগিয়ে গেলেন দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩১টি।

এদিন ম্যাচের ৪৫তম মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এগিয়ে যায় আল-নাসর। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন মিডফিল্ডার আলি আল-হাসান।

দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে চকিতে বাঁ পায়ের শটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান রোনালদো।

এরপর প্রতি আক্রমণে এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আল-হিলাল। ৬২তম মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় তারা। কিন্তু ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল-নাস্‌রের জয় নিশ্চিত করেন রোনালদো।

দুই দলের আগের সাতটি লড়াইয়ে আল-হিলালের জয় ছিল চারটি, ড্র হয়েছিল তিনটি। তবে এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে আল-নাসর। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের, তিন পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল–হিলাল। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।