কুড়িগ্রামের সন্তান, কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। সম্বর্ধনায় যুগান্তর সম্পাদক ও কবি আব্দুল হাই সিকদার সকল সাংবাদিকদের কে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে থাকা যাবে না উল্লেখ করে বলেন, সাংবাদিকদেরকে পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।
কবির সংবর্ধনা সভায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার গোলাম ফেরদৌস। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে আবদুল হাই শিকদারকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
#